Site icon janatar kalam

শুরু হল রাজ্য সরকার আয়োজিত জে আর বি টি গ্রুপ ডি পরীক্ষা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- আজ থেকে শুরু হল রাজ্য সরকার আয়োজিত জে আর বিটি গ্রুপ ডি পরীক্ষা সরকারি গাইডলাইন অনুসারে যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী ছাত্র-ছাত্রীদের থার্মাল স্ক্যানিং করা হচ্ছে এবং rt-pcr নেগেটিভ রিপোর্ট রয়েছে কিনা সে বিষয়েও খতিয়ে দেখা হচ্ছে। আজকের পরীক্ষায় মোট 336 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে এবং এরা সকলেই বহি রাজ্য থেকে আগত যথাক্রমে পশ্চিমবঙ্গ, আসাম, ও ঝাড়খন্ড। গ্রুপ ডি পরীক্ষার জন্য পশ্চিম ত্রিপুরা জেলায় 45 টি সেন্টার রয়েছে এবং রবিবারে জে আর বি গ্রুপ সি পরীক্ষার জন্য রয়েছে 85 টি সেন্টার। বলাবাহুল্য রাজ্যের বেকার সংখ্যা দূরীকরণে রাজ্য সরকারের কোন ধরনের ইতিবাচক ভূমিকা লক্ষ্য করা যাচ্ছে না তার পরেও আমাদের রাজ্যে যে কয়েকটি সরকারি দপ্তরের শূন্য পদ গুলো রয়েছে সেগুলি রাজ্যের বেকারদের জন্য স্থায়ীভাবে না রেখে সর্বভারতীয় স্তরে পৌঁছে দিয়েছেন, যেখানে রাজ্যের বেকারদের পাশাপাশি বহি রাজ্যের বেকাররা ও আবেদন করতে পারবে। তাতে রাজ্যের বেকারদের ভবিষ্যৎ কোন দিকে গড়াবে তা বলা কঠিন। কিন্তু রাজ্য সরকারের এ ধরনের পদক্ষেপের মধ্য দিয়ে রাজ্যের বেকার সমস্যা কতটুকু দূর হবে সেটাই এখন দেখার বিষয়।

Exit mobile version