Site icon janatar kalam

যথাযোগ্য মর্যাদায় রাজ্য প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে পালন করা হল মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের 113 তম জন্মদিন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রত্যেকবারের ন্যায় এবারও যথাযোগ্য মর্যাদায় রাজ্য প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের 113 তম জন্মদিন পালন করা হয়। বৃহস্পতিবার আগরতলার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের প্রযতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে জন্মদিন পালন করেন। উপস্থিত ছিলেন রাজ্য প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস ও কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা। এই দিন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য থাকাকালীন সময়ে রাজ্যের সকল অংশের জনগণের হয়ে কাজ করেছেন এবং উনার কারণেই রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা হয়েছিল। উনি যেভাবে রাজ্য শাসন করেছিলেন কোন রকম জাতি ভেদাভেদ ছিল না উনার সময়কালে ত্রিপুরা রাজ্যের যে উন্নয়ন করেছেন এখনো দেখার মত। কিন্তু সে গুলোকে নষ্ট করে ফেলেছে। তাই ওনার রাজত্বে কাজকর্মের প্রতি শ্রদ্ধা জানান প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস।

Exit mobile version