জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রাজ্যে আসলেন সামাজিক ন্যায় এবং ক্ষমতায়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। রাজধানী আগরতলা মহারাজা বীর বিক্রম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সুবিশাল একটি আশীর্বাদ রেলির মধ্য দিয়ে নিয়ে আসা হয় উষা বাজারস্থিত ভারতরত্ন সংঘ ক্লাবে। আসার পথে রাজ্যের আপামর জনগণ ফুল দিয়ে উনাকে স্বাগত জানান। এদিন ভারতরত্ন সংঘ ক্লাব প্রাঙ্গণে জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের গর্ব এবং সকলের দিদি শ্রীমতি প্রতিমা ভৌমিক বলেন প্রথমে আমাদের ছোট পার্বত্য রাজ্য ত্রিপুরা থেকে কোন এক নেত্রীকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান দেওয়ার জন্য দেশের মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং স্বাধীনতা দিবসের দিন লালকেল্লায় দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাষনের মধ্য দিয়ে ত্রিপুরার নাম উল্লেখ করেছেন যেটা রাজ্যবাসীর জন্য গৌরবের এবং সম্মানের বলে অভিমত ব্যক্ত করেন। তাছাড়া রাজ্যের কোন নেত্রীকে মন্ত্রীর স্থান দেওয়া মানে রাজ্যের সমস্ত জনসাধারণকে মন্ত্রীত্বের স্থান দিয়ে রাজ্যবাসীকে সম্মানিত করেছেন দেশের প্রধানমন্ত্রী বলে মত প্রকাশ করলেন। পাশাপাশি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যবাসীর মাঝখানে শ্রীমতি প্রতিমা ভৌমিক শুধুই একটি সেতুর কাজ করছেন বলে অভিমত ব্যক্ত করেন এবং তিনি রাজ্যবাসীর সহযোগিতা এবং আশীর্বাদ কামনা করেন যেন তিনি আগামী দিনেও রাজ্যকে আরো উন্নয়নের শিখরে নিয়ে পৌঁছাতে পারেন। এদিন দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।