Site icon janatar kalam

৭৫তম স্বাধীনতা দিবসে মানুষের সেবায় এইবার এগিয়ে এলো আইনজীবী ভাস্কর দেব

জনতার কলম, ত্রিপুরা,তেলিয়ামুড়া প্রতিনিধি :- কথায় আছে,
“মানুষ মানুষেরই জন্য” – আর সেই মানুষের জন্যই যদি কোন কিছু সাধ্যমতো করার সত্যি ভালো মানসিকতা থাকে তাহলে সেটা যে সব বাঁধা পেরিয়েও করা যায় তারই এক প্রমাণ দিলেন আজকের মতো একটি মূল্যবান দিন তথা ৭৫ তম ভারতের স্বাধীনতা দিবসে তেলিয়ামুড়ারই ছেলে তথা রাজ্যের বর্তমান স্বনামধন্য আইনজীবী ভাস্কর দেব । উল্লেখ্য, আজ ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবস । আর এই ৭৫ তম স্বাধীনতা দিবসের দিনে কোন রাজনৈতিক মতাদর্শের আবরণে নয়, বরং নিজ উদ্যোগেই রাজ্যের স্বনামধন্য আইনজীবী তথা তেলিয়ামুড়ার ছেলে ভাস্কর দেবের স্ব-উদ্যোগে কয়েকজনের একটি টিম আজ দুপুর আনুমানিক ১২ টা নাগাদ রাজধানী আগরতলা থেকে তেলিয়ামুড়া শহরে ছুটে এসে একটি সামাজিক কর্মসূচি হাতে নিয়ে প্রথমেই ছুটে যান তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে । পরবর্তীতে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে পৌঁছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসারত সকল রোগী ও আত্মীয় পরিজনদের মধ্যে বর্তমান করোণা অতিমারি থেকে বাঁচতে প্রধান অবলম্বন মাস্ক ও স্যানিটাইজার সহ ফল, মিষ্টি, বিতরণ করেন । পাশাপাশি সকল রোগীদের অতি শীঘ্রই সুস্থতা কামনা করেন । এইদিকে আজ ৭৫ তম স্বাধীনতার পুণ্যলগ্নে রাজ্যের স্বনামধন্য আইনজীবী ভাস্কর দেবের কাছ থেকে এই রকম সাহায্য পেয়ে খুশিতে আত্মহারা চিকিৎসারত রোগীর আত্মীয় পরিজনরা । পরবর্তীতে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের এই কর্মসূচি শেষ করে আইনজীবী ভাস্কর দেবের কয়েক জনের এই টিমটি ছুটে যায়, বিগত ২ বছর পূর্বে নিজ কর্তব্য পালন করতে গিয়ে কলমচৌড়া থানার পুলিশ অফিসার দুর্গা কুমার রাঙ্খল নেশা ও ড্রাগস মাফিয়াদের গাড়ির চাকায় পিষ্ট হয়ে নিহত হওয়া তেলিয়ামুড়ার রাঙ্খল বাজার স্থিত দুর্গা কুমার রাঙ্খলের বাড়িতে । সেখানে আইনজীবী ভাস্কর দেব দুর্গা কুমার রাঙ্খলের গৃহিণী’র হাতে বিলীন হয়ে যাওয়া দুর্গা কুমার রাঙ্খলের ছবি সহযোগে পুষ্পস্তবক ও রিসা্ দিয়ে বরণ করেন । পরবর্তীতে মাস্ক, স্যানিটাইজার ও ফল, মিষ্টি, তুলে দেওয়া হয় এই পরিবারটির হাতে । এইদিকে আজকের দেশ স্বাধীনের এই মূল্যবাণ দিনে রাজ্যের স্বনামধন্য আইনজীবি ভাস্করে দেবের এই সামাজিক কর্মসূচিকে ঘিরে খুশির বাতাবরণ বিরাজ করছে গোটা তেলিয়ামুড়া শহর জুড়ে ।।

Exit mobile version