জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- 75 তম স্বাধীনতা দিবস উপলক্ষে 18 সূর্যমনি নগর এলাকার বিধায়ক রামপ্রসাদ পাল হাতে নিলেন এক অপরূপ কর্মসূচি। যা তাক লাগিয়ে দিল গোটা দেশকে। 75 তম স্বাধীনতা দিবস উপলক্ষে বিধায়ক রামপসাদ পাল এর উপস্থিতিতে এলাকার মানুষের সহযোগিতায় একই সময়ে উত্তোলন করা হলো ১১০০ জাতীয় পতাকা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত থেকে বিধায়ক রামপসাদ পাল সংবাদমাধ্যমকে জানান 75 তম স্বাধীনতা দিবস কে স্মরণীয় করে রাখতে এবং যারা রক্তের বিনিময়ে দেশের স্বাধীনতা এনে দিয়েছে তাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করতে এই অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে। তাছাড়া আজকের এই দিনটি যেন সবাই নিজের মত করে আনন্দে স্বাচ্ছন্দ্যে পালন করেন তার আহবান রাখেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক রামপ্রসাদ পাল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা।