জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- কংগ্রেস শিবিরে ভাঙ্গন অব্যাহত। রাজ্যে তৃণমূল কংগ্রেসের পদার্পন হবার পর থেকেই কংগ্রেস শিবিরে যেন বিদ্যুৎপৃষ্ট হল। প্রথমে সুবল ভৌমিক , তারপর এন এস ইউ আই সভাপতি রাকেশ দাস , এবং আজ দেশের যুব আইকন সাংসদ অভিষেক ব্যানার্জী ও মমতা ব্যানার্জীর নেতৃত্বের উপর আস্থা রেখে ৩০জন যুব কংগ্রেসের সদস্যদের নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো প্রদেশ যুব কংগ্রেসের কার্যকরী কমিটির সভাপতি শান্তনু সাহা। তাদের দলীয় পতাকা দিয়ে দলে বরণ করে নেন তৃণমূল কংগ্রেস নেতা সুবল ভৌমিক ও পশ্চিমবংগের তৃণমূল কংগ্রেসের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুসহ অন্যান্যরা। এদিন তৃণমূল কংগ্রেস নেতা সুবল ভৌমিক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন শান্তনু সাহা যুব কংগ্রেসের হয়ে যুবদের অধিকার পাইয়ে দেওয়ার লড়াইয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে এসেছেন সবসময় , এবং ওনার এই অভিজ্ঞতা রাজ্যে মা মাটি মানুষের সরকার গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে।