জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- শুক্রবার প্রদেশ কংগ্রেস কার্যালয়ে এন এস ইউ আই এর আহবানে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। এদিনের বৈঠকে ছাত্রনেতা সম্রাট রায় জানান সমস্ত ছাত্র-ছাত্রীদের পাস করিয়ে দেওয়ার দাবিতে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের অকৃতকার্য আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের আন্দোলনের উপর পুলিশ লাঠিচার্জ করেছে এবং রক্তাক্ত করেছে। রাজ্যের অমানবিক শিক্ষামন্ত্রী অকৃতকার্য সমস্ত ছাত্র-ছাত্রীদের পাস করিয়ে দেওয়ার কোনো রকম ব্যবস্থা গ্রহণ করছে না। মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকর ফলাফল পুনরায় রিভিউ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু শিক্ষা দপ্তর এবং শিক্ষামন্ত্রী সিদ্ধান্ত মানতে নারাজ অকৃতকার্য ছাত্র-ছাত্রীদের। তাই রাজ্যের সমস্ত জেলার জেলা শাসকের কাছে ছাত্র-ছাত্রীরা ডেপুটেশন প্রদান করছে। সরকার যদি আগামী ২৪ ঘন্টার মধ্যে সমস্ত ছাত্র-ছাত্রীদের ৫০ শতাংশ নম্বর দিয়ে পাস করিয়ে দেওয়ার ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে বৃহত্তর আন্দোলন করতে রাস্তায় নামবে ছাত্রছাত্রীরা বলে অভিমত ব্যাক্ত করলেন।