Site icon janatar kalam

রাজ্যে এলেন বিজেপির সর্বভারতীয় যুব মোর্চার সাধারণ সম্পাদক তেজেন্দ্র পাল সিং বাজ্ঞা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- ত্রিপুরা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী যে বিচারধারার মধ্য দিয়ে রাজ্য শাসন করেছেন তার জন্য তিনি ভারতবর্ষের অন্যান্য রাজ্যেওমুখ্যমন্ত্রীর নাম চর্চা হয় এবং রাষ্ট্রবাদী চিন্তাধারায় রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের জন্য কাজ করছেন উনার সেই কাজের নিরিখে অন্যান্য যে কোন রাজনৈতিক দলই আসুক না কেন তাতে কোন কিছু হবে না বক্তা বিজেপির সর্বভারতীয় যুব মোর্চার সাধারণ সম্পাদক তেজেন্দ্র পাল সিং বাজ্ঞা। শুক্রবার দিল্লি থেকে বিমানে করে আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে অবতরণ করেন সেখানে তাকে বরণ করে নেন যুব মোর্চার নেতৃত্বরা। ত্রিপুরা রাজ্যের বিধানসভা নির্বাচনের আগেই রাজনৈতিকভাবে রাজ্যে বি জে পি র কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে যুব মোর্চার নেতৃত্বরা পর্যন্ত গুরুত্ব দিয়ে আসতে শুরু করে দিয়েছেন। দেশে বিধানসভা নির্বাচন আরও দেড় বছর বাকি থাকলেও কিন্তু পশ্চিমবঙ্গের একঝাঁক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা রাজ্যে আসার পরই বিজেপির কেন্দ্রীয় নেতাদের থেকে শুরু করে রাজ্য বিজেপির নেতৃত্বরা আশঙ্কায় পড়ে গিয়েছেন আর সেই জায়গাটাকে পূরণ করার জন্য যুব মোর্চার সাধারণ সম্পাদকের আগমন। মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে অবতরণ করে সংবাদমাধ্যমের মুখোমুখি হয় সর্বভারতীয় বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক জানান রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর যেভাবে রাজ্যের জনগণের জন্য কাজ করছেন তাতে করে অন্য যেকোন রাজনৈতিক দলই মুখ্যমন্ত্রীর কাজের নিরিখে রাজ্যে তারা সেরকম মজবুত দল করতে পারবে না তাই রাজ্যে বিজেপি দল স্থায়ী থাকবে বলে উনার বক্তব্যে উঠে আসে।

Exit mobile version