Site icon janatar kalam

৪ দফা দাবির ভিত্তিতে আগরতলা সিটি সেন্টারের সামনে এক বিক্ষোভ কর্মসূচি এস এফ আই এবং টি এস ইউর

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- আজকে দেশে সংগঠিত ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠা দিবস, আজকে গোটা দেশে মহামারীর কারণে ছাত্ররা আজ নিজেদের ক্যাম্পাসে ফিরতে পারছে না কেননা করোনা কারণে বন্ধ গোটা দেশের বিদ্যালয় থেকে বিশ্ব বিদ্যালয়। কাজেই ছাত্রছাত্রীদের শিক্ষার যে পক্রিয়া তার উপর যে জাতীয় জরুরি অবস্থা জারি হয়েছে তার পরেও আমাদের দেশের সরকার নীরব ও বধির সেজে বসে আছে। তাছাড়া ছাত্রছাত্রীদের যে দাবি রয়েছে সেই দাবিগুলি নিয়ে কেন্দ্রীয় কমিটির আহবানে আজকের এই প্রতিষ্ঠা দিবসকে দাবি দিবস হিসাবে পালন করা হচ্ছে। দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল সবার জন্য টিকাকরণের ব্যবস্থা করা , ডিজিটাল বিভাজন বন্ধ করা , ছাত্রছাত্রীদের সমস্ত ফী মুকুব করা , ছাত্রছাত্রীদের ড্রপ আউটের দিকে ঠেলে দেওয়া বন্ধ করা ইত্যাদি।তারই পরিপ্রেক্ষিতে আজ এস এফ আই এবং টি এস ইউর পক্ষ থেকে ৪ দফা দাবির ভিত্তিতে আগরতলা সিটি সেন্টারের সামনে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। এদিন এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপন দেব বক্তব্য রাখতে গিয়ে বলেন সমগ্র দেশবাসীর সাথে সকল ছাত্র সমাজের ভ্যাক্সিনেশন সুনিশ্চিত করে ছাত্রছাত্রীদের স্কুল কলেজ ক্যাম্পাস খুলে দেওয়ার দিকে মনোযোগী হয়ে সঠিক পদক্ষেপ নেওয়া দরকার বলে। পাশাপাশি রাজ্যেও এবিষয়ে বিশিষ্টজনদের সাথে আলোচনার পরামর্শক্রমে এ বিষয় নিয়ে দাবি জানানো হবে বলে জানান তিনি।

Exit mobile version