জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- গ্রেফতার হতে হলো নার্সিং প্রশিক্ষণ প্রাপ্তরা। ডেপুটেশনের আগে জমায়েতে ঘিরে হুলুস্থুল রাধানগর এলাকায়। দীর্ঘ সময় ধরে রাজ্যে নার্সদের নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে আছে। সরকারি ভাবে নিয়োগের দাবিতে বুধবার রাধানগর এলাকায় বিক্ষোভ প্রদর্শন করে বেকার নার্সেরা। সেখান থেকে স্বাস্থ্য দপ্তরের কার্যালয়ে গিয়ে ডেপুটেশন প্রদান করে বেকার নার্সরা । তাদের দাবি অতিসত্বর পাঁচ হাজার বেকার নার্সকে যেন নিয়োগ করা হয়। নয়তো দীর্ঘ সময় যাবত তারা বেকারত্বের জ্বালায় ভুগছে। নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণভাবে বন্ধ হয়ে আছে। প্রশাসন কোনরকম নিয়োগ প্রক্রিয়া করার উদ্যোগ গ্রহণ করছে না এতে করে তারা বয়সর্ত্তীন হয়ে যাচ্ছে বলে জানান। কিন্তু যেদিন বিক্ষোভস্থলে পুলিশ এসে বাধা দেয়। দীর্ঘক্ষণ বাক-বিতণ্ডার পর পুলিশ তাদের গ্রেফতার করে নিয়ে যায়। ঘটনায় দেখা দিয়েছে চাঞ্চল্য। কিন্তু ছাত্র-ছাত্রীদের যাবি যদি অবিলম্বে পাঁচ হাজার বেকার নার্সদের নিয়োগ করা না হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনের নামবে। কিন্তু এইভাবে পুলিশ দিয়ে আন্দোলন রুখতে পারবেনা বলে হুশিয়ারি দেয় বেকার নার্সরা।