Site icon janatar kalam

অপহরণের হুমকি দিয়ে অর্থের দাবি নামধারী তিন জঙ্গির

জনতার কলম প্রতিনিধি:- স্বাধীনতার পাক মুহূর্তে ফের জঙ্গির আনাগোনা।মোবাইল ফো‌নে অপহর‌ণের হুম‌কি দি‌য়ে এক সাধারণ ব্যক্তির কাছ থে‌কে অর্থ দা‌বি ক‌রে শে‌ষে পু‌লি‌শের পাতা জা‌লে ধরা পড়ল তিন নামধা‌রি জঙ্গী। এ‌দের দুজ‌নের বা‌ড়ি অসম ত্রিপুরা সীমান্তে হ‌লেও অন‌্যজ‌নের বা‌ড়ি উত্তর জেলায়। জানা গেছে আজ কাক‌ভো‌রে পাশ্ববর্তী রাজ্য অসমের করিমগঞ্জ জেলার বাজা‌রিছড়া পু‌লি‌শের এক‌টি বি‌শেষ দল সাদা পোষা‌কে তথাক‌থিত জঙ্গী‌দের দা‌বি মত টাকা পাই‌য়ে দেবার নাম ক‌রে ছক ক‌ষে তা‌দের ডেরায় হানা দি‌য়ে তিনজন‌কে হা‌তেনা‌তে গ্রেফতার কর‌তে সক্ষম হয়।তা‌দের‌কে ত্রিপুরা অসম সীমান্তের উত্তর জেলার চুরাইবা‌ড়ি থানাধীন এক পাহা‌ড়ি ডেরা থে‌কে গ্রেফতার করা হয় ব‌লে অসম পু‌লিশ সু‌ত্রে প্রকাশ।ত‌বে তা‌দের কাছ থে‌কে কি কি উদ্ধার হ‌য়ে‌ছে সে ব‌্যপা‌রে মুখ খুল‌তে নারাজ পু‌লিশ।স্থানীয়রা পু‌লি‌শের এ‌হেন অ‌ভিযানকে সাধুবাদ জা‌নি‌য়ে‌ছেন। এদিকে অসমের বাজারিছড়া থানাধীন কটাম‌ণি তেজপুর গ্রা‌মের আয়নুল হক জানান যে গত প্রায় দশ দিন আ‌গে তার মোবাই‌লে(9362715236)নম্বরের এক‌টি সোবাইল সিম থে‌কে দুই লক্ষ টাকা দাবি ক‌রে এক‌টি ফোন আ‌সে।এতে ফোনকা‌রিরা নি‌জে‌দের‌কে বি‌শেষ জঙ্গী সংঘট‌নের সদস‌্য ব‌লে প‌রিচয় দি‌য়ে ভাঙ্গা হি‌ন্দি‌তে আরও ব‌লে যে, টাকা আনাদা‌য়ে তা‌কে বা তার সন্তান‌কে অপহরণ ক‌রে দশ লক্ষ টাকা মু‌ক্তিপণ চাওয়া হ‌বে।আর কথামত টাকা না দি‌লে তা‌দের‌কে প্রা‌ণে মে‌রে ফেলা হ‌বে।‌ফোন‌যোগে এমন হুম‌কি‌তে দীনমজুর আয়নুল স্বাভা‌বিক ভা‌বে দু‌শ্চিন্তায় ভে‌ঙ্গে প‌ড়েন।এ‌দি‌কে তিন‌দিন পর ফের জঙ্গীরা আয়নুল‌কে ফোন ক‌রে টাকা দা‌বি ক‌রে এবং যাত্রায় তারা কু‌ড়ি হাজার টাকা কম দি‌লে চল‌বে ব‌লে জানায়।কিন্তু তার কা‌ছে টাকা না থাকায় তি‌নি তা‌দের কা‌ছে আরও সময় চান।প‌রে তি‌নি বিষয়‌টি প‌রিবার সহ গ্রা‌মের মুর‌ব্বি‌দের পরাম‌র্শে স্ব‌বিস্তর জানান বাজা‌রিছড়া পু‌লি‌শের ও‌সি মনুরঞ্জন সিনহা‌কে।এ‌তে ন‌ড়েচ‌ড়ে ব‌সে পু‌লিশ।এবং প্রাপ্ত মোবাইল ফো‌নের নাম্বার‌টি‌কে ট্র্যাক ক‌রে তদ‌ন্তে গ‌তি আ‌নে পু‌লিশ।আর এ‌তেই পু‌লি‌শের পাতা জা‌লে ধরা প‌ড়ে তিন নামধা‌রি জঙ্গী।ধৃত‌দের ম‌ধ্যে র‌য়ে‌ছে উত্তর জেলার চুরাইবা‌ড়ি থানাধীন বা‌লিছড়া গ্রা‌মের পুলিন্দ্র ত্রিপুরা(৩৬)এবং অসমের সীমান্ত জেলার কাজল নম:শুদ্র(৩৫) এবং মণিলাল কোঁহার(৩২)।এদের উভ‌য়ের বাড়ি বাজারিছড়া থানাধীন কটামনি এলাকার যথাক্রমে ইচারপার ও ইচাবিল সাত নং লাইনে।বর্তমা‌নে আটক তিন নামধা‌রি জঙ্গী‌দের থানায় আট‌কে রে‌খে টানা জিঙ্গাসাবাদ কর‌ছে অসম পু‌লিশ।ত‌বে অসম পু‌লি‌শের ধারনা তারা ত্রিপুরা রা‌জ্যের বি‌শেষ কোন জঙ্গী সংঘঠ‌নের চাঁই হ‌তে পা‌রে।এ বিষয়‌টিও গভীর ভা‌বে খ‌তি‌য়ে দেখ‌ছে অসম পু‌লিশ। স্বাধীনতার প্রাকমুহুর্তে এধরনের জঙ্গির আনা গুনাতে চিন্তার ভাঁজ ত্রিপুরার অসম উভয় সীমান্তের জনগণের মধ্যে।

Exit mobile version