জনতার কলম প্রতিনিধি :- ভারত ছাড়ো আন্দোলন ইংরেজি: Quit India Movement আগস্ট আন্দোলন ছিল একটি আইন অমান্য আন্দোলন যেটি ১৯৪২ সালের ৯ আগস্ট থেকে ভারতের স্বাধীনতা আন্দোলনে মহাত্মা গান্ধীর দ্বারা চালিত হয়েছিল। ভারতীয় জাতীয় কংগ্রেস দাবি করে একটি গণপ্রতিবাদ যেটিকে গান্ধী উল্লেখ করেন ব্রিটিশদেরকে “ভারত ছাড়ার” একটি দাবি হিসেবে। ১৯৪২ সালের ৮ আগস্ট গোয়ালিয়ার ট্যাঙ্ক ময়দানে তিনি এই উদ্দেশ্যে ভাষণে বলেন “করেঙ্গে ইয়া মরেঙ্গে। সোমবার তারই উদ্দেশ্যে আগরতলা কংগ্রেস ভবনের সামনে রাজ্য কংগ্রেসের সভাপতি পীযূষ বিশ্বাস সহ অন্যান্য নেতৃত্বরা স্বাধীনতা সংগ্রামীদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। 1942 সালে 9 অগাস্ট জাতির জনক মহাত্মা গান্ধী ব্রিটিশদের বিরুদ্ধে ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিয়েছিলেন সে সময়ে সারা ভারতবর্ষে গর্জে উঠেছিল এবং দেশকে স্বাধীন করার জন্য সংগ্রামে নেমে পড়েছেন যার কারনে ব্রিটিশ ভারত ছাড়তে বাধ্য হয়েছিলেন এই দিনটি ভারতবাসীর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন বলে জানান রাজ্য প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ বিশ্বাস তিনি আরো বলেন দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের আমলে দেশে গণতন্ত্র নেই মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছে তাই নরেন্দ্র মোদি সরকার কে তাড়ানোর জন্য ভারতবর্ষের সব মানুষকে একত্রিত হয়ে ভারতছাড়ো আন্দোলনের মতন নামতে হবে আর তার জন্য একমাত্র কংগ্রেস দলই করতে পারবে বলে জানান তিনি।