জয়পুর রাজস্থানের স্কুল অফ ল এবং মহারাজ বিনায়ক গ্লোবাল ইউনিভার্সিটির উদ্যোগে জাতীয় স্তরের মোট কোর্ট প্রতিযোগিতার আয়োজন করা হয় যেখানে রাজ্যের মডার্ন ল কলেজ থেকে রাজধানীর লেক চৌমুহনীর অনুসূয়া দেববর্মা নামের এক আইন পড়ুয়া ছাত্রীসহ দেশের বিভিন্ন রাজ্যের আরো ২৫ জন প্রতিযোগী অংশগ্রহন করে। সেখানে হাইকোর্টের বিচারপতিদের তত্ত্বাবধানে একটি প্রতিযোগিতা হয় সেখানে রাজ্যের মডার্ন ল কলেজের ছাত্রী অনুসূয়া দেববর্মা দেশের বিভিন্ন রাজ্যের ২৬ টি কলেজের প্রতিযোগীদের পেছনে ফেলে প্রথম স্থান অধিকার করে ।