Site icon janatar kalam

রাজ্য তৃণমূলের সভাপতিত্বের ভার কার কাধে সুবল না আশিষ!

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রাজ্য রাজনীতিতে সূচনা হলো নতুন অধ্যায়ের। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হবার পর ত্রিপুরাকে পাখির চোখ করে নিজেদের সংগঠন কে আরো প্রসার করার লক্ষ্যে রাজ্যে এল তৃণমূল। রাজ্যে রাজনীতির অবস্থান বুঝার লক্ষ্যে আইপ্যাক সংস্থা রাজ্যে এলে তাদেরকে আটক করা হয়, আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হলো পশ্চিমবঙ্গ তৃণমূলের তাবর তাবর নেতাদের আগমন। চলতি মাসের দু তারিখ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি রাজ্যে এসে ত্রিপুরা জয়ের আগাম হুংকার দিয়ে গিয়েছেন। তাছাড়া তিনি রাজ্য বিজেপি কে ক্ষমতাচ্যুত করার কথা বলে চ্যালেঞ্জ ছুরে দিয়েছেন। পশ্চিমবঙ্গের নেতৃত্বদের কথা বাদ দিলে রাজ্য তৃণমূলের ভার কার কাঁধে যাবে সেটা নিয়ে নতুন জল্পনার সৃষ্টি হয়েছে। একদিকে রাজ্য রাজনীতির হেভিওয়েট নেতা সুবল ভৌমিক এবং অন্যদিকে রাজ্যের মানুষ বহিঃরাজ্যে থাকা আশীষ লাল সিংহ। আশিস লাল সিংহ ত্রিপুরা রাজ্যের বাসিন্দা কিন্তু সাংগঠনিক কারণে হয়তো পশ্চিমবঙ্গে বসবাস করছেন এবং যখনই পশ্চিমবঙ্গ থেকে সংগঠনের নেতৃত্বরা রাজ্যে আসছেন তখন তিনি তাদের সাথে রাজ্যে আসেন এবং সাংগঠনিক কার্যকলাপে নিজের অবস্থান গুছিয়ে নিতে ব্যস্ত থাকেন। তারপর শ্রী সুবল ভৌমিক রাজ্য রাজনীতির অতি পরিচিত একজন নেতৃত্ব। 25 বছরের বাম শাসনকে ক্ষমতাচ্যুত করে বিজেপি সরকার গঠন করার ক্ষেত্রে উনার অবদান ছিল গুরুত্বপূর্ণ। তাই এই দুই মহারথীর মাঝে রাজ্য তৃণমূলের সভাপতিত্বের দায়ভার কার কাঁধে যেতে চলেছে সেটাই এখন দেখার।

Exit mobile version