Site icon janatar kalam

সদর মহাকুমা প্রশাসনের উদ্যোগে সপিং মল অভিযান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সদর মহাকুমা প্রশাসনের উদ্যোগে শনিবার রাজধানীর বিভিন্ন সপিং মলগুলিতে অভিযান চালানো হয় । সামাজিক দূরত্ব কতটা মেনে শপিং মলগুলির ব্যবসা বাণিজ্য চলছে কর্তৃপক্ষ তা তদারকির উদ্দেশ্যেই এদিনের অভিযান। এছাড়াও মাস্ক যারা সঠিকভাবে ব্যবহার করেনি তাদেরকে জরিমানা করা হয়। সকলে যাতে করোনা বিধিনিষেধগুলো সঠিক ভাবে পালন করে, জনসাধারণের মধ্যে জনসচেতনতার উদ্দেশ্যেই এদিনের অভিযান বলে জানান ডিসিএম রাকেশ চক্রবর্তী। এছাড়াও সদর ডিসিএম পারমিতা মজুমদার ও শ্রিকান্ত চক্রবর্তী উপস্থিত ছিলেন।

Exit mobile version