জনতার কলম ত্রিপুরা খোয়াই প্রতিনিধি:- আজ রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরে চেবরী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। এদিনের অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বক্তব্য রাখতে গিয়ে বলেন ৩রা মার্চ ২০১৮ ত্রিপুরাবাসীর মুক্তির দিন এটা আমাদের স্মরণে রাখতে হবে। আগে বিদেশী মানসিকতার একটি দলের পৃষ্ঠপোষকতা করতে হতো রাজ্যবাসীকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ছবি থাকার ফলে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প পূর্বতন সরকার বাস্তবায়িত করত না যার ফলে বঞ্চিত হত রাজ্যের মানুষ। তখন বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার জন্য দ্বারে দ্বারে ঘুরতে হতো। তাছাড়া তিনি এদিন আরো বলেন বর্তমানে কিছু জেলখাটা, চিটফান্ড কাণ্ডে অভিযুক্ত ব্যক্তিরা ত্রিপুরায় এসে পথ দেখানোর কথা বলছে। কিন্তু নরেন্দ্র মোদীজির মার্গদর্শণে ২০১৮ সালেই ত্রিপুরার মানুষ নতুন বিকাশের পথ পথ বেঁছে নিয়েছে। বর্তমান সরকার স্বাস্থ্য পরিষেবার উন্নয়নের পাশাপাশি রোজগারের বিভিন্ন সুযোগ সৃষ্টি করছে। ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে জল, বিদ্যুৎ, জ্বালানি গ্যাস। উন্নয়ন হচ্ছে জাতীয় সড়কগুলির। ২০২২ সালের মধ্যে দলমত নির্বিশেষে সকলকে পাকা বাড়ি দেওয়ার জন্য কাজ চলছে। পাশাপাশি অন্যদিকে সারাদেশে ত্রিপুরা কোভিড টিকাকরণে শীর্ষস্থানে রয়েছে বলে অভিমত ব্যাক্ত করেন তিনি। এদিনের অনুষ্ঠানে এলাকার মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়।