Site icon janatar kalam

ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পুলিশ সদর মুখ্য কার্যালয় ঘেরাও , উপস্থিত ছিলেন সুবল ভৌমিক

জনতার কলম ত্রিপুরাআগরতলা প্রতিনিধি :- বিগত কিছু দিন আগে রাজ্যেএসেছিলেন তৃনমুল এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জীর উনার গাড়িতে আক্রমণ করেছিলেন শাসক দলের লোকেরা। রাজ্যে আইনের শাসন থাকলে তার সাথে সাথে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব অতিথি দেব ভব যদি বলে থাকেন তাহলে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জীর গাড়ির উপর কেন আক্রমণ করা হয়েছে।তারই প্রতিবাদে ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পুলিশ সদর মুখ্য কার্যালয় এর সামনে ঘেরাও করা হয় এবং দেওয়া হয় পুলিশের মহানির্দেশক এর কাছে ডেপুটেশন। এদিন ঘেরাও কর্মসূচি থেকে রাজ্য তৃণমূল কংগ্রেসের নেতা সুবল ভৌমিক জানান এই রাজ্যে বিরোধীদের কোন কর্মসূচি করার জন্য পুলিশ প্রশাসন থেকে অনুমতি দেয়া হয় না কিন্তু শাসক দলের কর্মী-সমর্থকরা প্রত্যেকদিন মিছিল মিটিং হল সভা করে যাচ্ছেন তাদের বেলায় কিছুই নাই এ রাজ্যের এ ধরনের সরকার রাজ্যের মানুষ আশা করে নাই। রাজ্যে সর্বভারতীয় তৃণমূল এর সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জীর উপর আক্রমণ যারা করেছেন তাদেরকে অতিসত্বর পুলিশ গ্রেফতার করতে হবে তাহলেই এই ঘটনার বিহিত করবে না হলে এ আন্দোলন দাবানলের মতন ছড়িয়ে যাবে বলে জানান তৃণমূল নেতা সুবল ভূমিক এদিন সদর পুলিশ এর মুখ্য কার্যালয় এর সামনে, না জানিয়ে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক রা বিক্ষোভ দেখাতে শুরু করেন।

Exit mobile version