Site icon janatar kalam

”WHERE IS MY JOB” কর্মসূচির অঙ্গ হিসেবে ডি ওয়াই এফ আই এবং টি ওয়াই এফ -এর বিক্ষোভ কর্মসূচি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- ”WHERE IS MY JOB” কর্মসূচির অঙ্গ হিসেবে ডি ওয়াই এফ আই এবং টি ওয়াই এফ -এর সদর বিভাগীয় কমিটির উদ্যোগে মঙ্গলবার এক বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ডিওয়াইএফআই সভাপতি নবারুণ দেব জানান, রাজ্যে বিজেপি সরকার ১০,৩২৩ -এর স্থায়ী ব্যবস্থা, সাত লক্ষ বেকারের কর্মসংস্থান, ৫০ হাজার বেকারদের বছরে চাকুরী প্রদান করা ও সমস্ত ছাত্র-ছাত্রীদের স্মার্টফোন প্রদান করা সহ ৮ দফা প্রতিশ্রুতি দিয়ে সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু সরকার প্রতিষ্ঠিত হয় সেসব দাবি পূরণ করছে না। তাই সরকারের কাছে সে সমস্ত দাবি পূরণে দাবি জানিয়ে রাস্তায় নামা হয়েছে। এবং সমস্ত বেকারদের মাঠে নেমে সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে বিবেক কর্মসূচি বলে জানান তিনি। সমস্ত বেকারদের বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করার আহ্বান জানানো হয় এদিন।

Exit mobile version