Site icon janatar kalam

বামফ্রন্ট সরকার থাকাকালীন দেহদান এর মত কর্মসূচি হয়েছিল তারপর তিন বছর পর এই প্রথমবার দেহদান কর্মসূচি পালন করা হল – মানিক সরকার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- সোমবার সি আই টি ইউ জিরানিয়া বিভাগের পক্ষ থেকে সি আই টি ইউ রাজ্য দপ্তরে এক রক্তদান ও দেহদান শিবিরের আয়োজন করা হয় উক্ত দেহদান ও রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিধানসভার বিরোধী দলনেতা মানিক সরকার। বর্তমানে করোনাকালীন পরিস্থিতিতে দেহদান ও রক্তদান মানববন্ধনের শ্রেষ্ঠ দান এই ধরনের কর্মসূচির মধ্য দিয়ে রাজ্যের জনগণ এর পাশে সবসময় দাঁড়ানোর অঙ্গীকারবদ্ধ হয় এই ধরনের কর্মসূচি হাতে নিয়েছেন সি আই টি ইউ। রাজ্যে বিজেপি ও আইপিএফটি জোট সরকার আসার পর রাজ্যের বিরোধী দলের কর্মী সমর্থক ও ছাত্র সংগঠনগুলো প্রতিনিয়ত হামলার শিকার হচ্ছিলেন তাদের সামাজিক কর্মসূচির কর্মসূচি পালন করতে গিয়ে। রাজেন সর্কার থাকাকালীন সময়ে দেহ দান এর মত কর্মসূচি হয়েছিল তারপর তিন বছর পর এই প্রথম বার দেহ দান কর্মসূচি পালন করা হয় বলে জানান বিরোধী দলনেতা মানিক সরকার। তিনি সেদিন রক্তদান ও দেহ দান কর্মসূচির অঙ্গ হিসেবে বলতে গিয়ে জানান আজকে যারা জিরানিয়া থেকে রক্ত দিতে অথবা দেহ দান করতে আসলেন তারা পশ্চিম জেলার জিরানী এলাকার কিন্তু সবচেয়ে বেশি সন্ত্রাস যদি হয়ে থাকে জিরানীয়া এলাকাতেই হয়েছে বলে জানান। তিনি আরো বলেন বর্তমানে এই ধরনের কর্মসূচি নেয়া হচ্ছে না যদি নেওয়া হয় তাহলে জনগণের জন্য ভালো বলে জানান। এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিরোধী দলনেতা মানিক সরকার বলেন তৃণমূল কংগ্রেস রাজ্যে আগেও ছিল কিন্তু সে সময়ে তাদেরকে অতিথি আপ্যায়ন করা হয়েছিল এবং বর্তমানে সিপিআইএম দল তৃণমূল কংগ্রেস এর সাথে জোট হবে কিনা সে বিষয়ে ভাববার অনেক সময় রয়ে গেছে বলে জানান বিরোধী দলনেতা মানিক সরকার।

Exit mobile version