জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- .অভিযোগ, পেগাসাস স্পাইওয়্যারের ব্যবহারে শুধু ফোন হ্যাক করা হচ্ছে তা নয়, যাঁর ফোন হ্যাক করা হচ্ছে তাঁর সঙ্গে যুক্ত বাকিদের নিরাপত্তাও প্রশ্নের মুখে দাঁড়িয়ে যায়। ক্লায়েন্ট কোম্পানি এনএসও গ্রুপ প্রায় পঞ্চাশ হাজার ফোন নম্বর ২০১৬ সাল নাগাদ থেকে টার্গেট তালিকায় রেখেছে। পেগাসাস শুধু নজরদারিই চালায় না, এটি এক প্রকারের সাইবার-অস্ত্র যেটা ভারতীয় রাজনীতির উপর ক্ষেপণ করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত এনিয়ে কোনও তথ্য প্রমাণ পাওয়া যায়নি, তবে যদি ধরেও নেওয়া হয় যে পেগাসাসের ব্যবহারের ক্ষেত্রে সরকারি স্বীকৃত দেওয়া হয়েছে, সেক্ষেত্রেও তা জাতীয় সুরক্ষার ক্ষেত্রে তা ঝুঁকিপূর্ণ এই তালিকায় দেশের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধীর ফোন ও হ্যাক করা হয়েছে তারই প্রতিবাদে শুক্রবার আগরতলার কংগ্রেস ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করলেন যুব কংগ্রেসের পক্ষ থেকে এই দিন যুব কংগ্রেস এর কর্মী-সমর্থকদের ওকে পুলিশ গ্রেপ্তার করে এডিনগর পুলিশ মাঠে নিয়ে যায়। বিক্ষোভকারীরা এদিন দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদি ও আমিত শাহের আপসারনের দাবি তোলেন।