রাজ্য সরকারের শিক্ষা দপ্তর কর্তৃক ঘোষিত ৫-নং খয়েরপুর বিধানসভায় ডিগ্ৰী কলেজের অবিলম্বে ক্লাস শুরুর জন্য তোলাকোনা হাইস্কুলের ২২কানি জয়গার মধ্যে আপাতত ৫টি ক্লাস রুমের মাধ্যমে আগত শিক্ষাবর্ষে ক্লাস শুরুর পরিকল্পনা গ্ৰহন করা হয়। ৩টি খালি রুম আছে আর দুটি অবিলম্বে ব্যবস্থা করা হবে। ইতিমধ্যে আর ডি দপ্তর একটি বিল্ডিংয়ের কাজ শুরু করবে ও শিঘ্রই ই-টেন্ডারের মাধ্যমে নতুন কলেজের নির্মাণে কাজও শুরু হবে। এদিন বিধায়ক রতন চক্রবর্তী বলেন এই পরিকল্পনার মাধ্যমে এলাকার বহুদিনের একটা স্বপ্ন পূরণ হবে শুধু তাই নয়, এতে ভবিষ্যতে খেলার মাঠ, হোস্টেল বা মিনি ষ্টেডিয়ামের সুযোগ থাকবে।আজকের এই শুভদিনে উপস্থিত ছিলেন উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তা সাজুওয়াহিড ও সদর মহকুমা শাসকসহ অন্যান্য আধিকারিকরা ।
Leave a Comment