Site icon janatar kalam

ঈশান উদয় প্রকল্পে প্রকৃত মেধাবীরাই যেন স্থান পাই তার দাবিতে শিক্ষা দপ্তরে ডেপুটেশন প্রদান ছাত্রছাত্রীদের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ঈশান উদয় প্রকল্পের সুযোগ পাচ্ছে না ছাত্র-ছাত্রীরা। প্রতিবছর ১০ হাজার ছাত্র ছাত্রীর সুযোগ পাওয়ার কথা থাকলেও চলতি বছরে উত্তর-পূর্বাঞ্চল থেকে মাত্র ৮ হাজার ছাত্র-ছাত্রী এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সহযোগিতা পাবে। তাই এই বিষয় নিয়ে আজ শিক্ষা দপ্তরে নিকট ডেপুটেশন প্রদান কারেন ছাত্র-ছাত্রীরা। রাজ্য সরকার থেকে যেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতে করে রাজ্যের ছাত্রছাত্রীরা স্কলার্শিপ থেকে বঞ্চিত হবেন তাই তারা চাইছেন অতিসত্বর রাজ্য সরকার নতুন বিজ্ঞপ্তি জারি করেন তাহলে ঐ সমস্ত ছাত্র-ছাত্রীরা স্কলারশিপ এর আওতায় পড়বেন।শুক্রবার ঈশান উদয় প্রকল্পের ছাত্র-ছাত্রীরা স্কলারর্শিপ জাতে পায় তার জন্য শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশনের মিলিত হন এদিন ছাত্রছাত্রীরা সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান ঈশান উদয় স্কলারশিপ প্রকল্পের জন্য রাজ্যের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলির নাম দেওয়া হয়েছে সেগুলির মধ্যে এমন অনেক কলেজের নাম আছে যেগুলি সাধারণত ত্রিপুরা থেকে বিলং করে না , সুতরাং এমনটা কেন হয়েছে তার সুষ্ঠ তদন্ত ও যে লিস্টটা বের হয়েছে তা অতিসত্বর বাতিল করা এবং প্রকৃত মেধাবীরাই যেন এই স্কলারশিপটা পাই সেদিকে নজর রাখার দাবিতেই আজকের এই কর্মসূচি বলে। তাছাড়া রাজ্য সরকারের শিক্ষা দপ্তর যেন অতিসত্বর তাদের দাবি মেনে নেয় তার আহ্বান রাখেন।এই দিন রাজ্যের অন্যান জেলাতে ও এই কর্মসূচি পালন করা হয়।

Exit mobile version