2024-12-19
agartala,tripura
রাজ্য

এডিসি নির্বাচনকে পাখির চোখ করছে ইউনাইটেড প্রগ্রেসিভ রিজিওনাল এলায়েন্স

এন আর সি , এন পি আর, সি এ এ ও জনবিরোধী বিভিন্ন আইন এবং এডিসি এলাকাকে তিপ্রাল্যান্ড করার দাবি নিয়ে গঠিত হলো ইউনাইটেড প্রগ্রেসিভ রিজিওনাল এলায়েন্স । মূলত এই এলায়েন্স টি এস পি ও আই পি এফ টির কর্মীদের দ্বারা গঠিত । এদিন ফোরামের উদ্দেশ্য নিয়ে এক কর্মকর্তা জানান রাজ্যে আরো বিভিন্ন আঞ্চলিক দল রয়েছে তাদেরকে নিয়েই ফোরামের মূল দাবি নিয়ে আন্দোলনে নামাই হল তাদের মূল লক্ষ । পাশাপাশি আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে এই ফোরাম কাজ করবে বলে জানান ফোরামের কার্যকর্তারা ।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service