জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- সেবা হি সংগঠন, সেবাই ধর্ম এই শ্লোকটিকে সামনে রেখে গরিব মানুষের অন্নদাতা বিধায়ক সুরজিৎ দত্ত মানুষের সেবায় লেগেই থাকেন। প্রত্যেকদিন রাজ্যের কোন না কোন প্রান্তে বা শহরের কোন না কোন এলাকায় জনসেবায় নিজেকে নিয়োজিত করে থাকেন। তাই প্রত্যেক দিনের ন্যায় আজ আবারও ৭ রামনগর বিধানসভা স্থিত কর্নেল চৌমুহনী এলাকায় শ্রমজীবী অংশের মানুষ এবং পথ চলতি মানুষের মধ্যে রান্না করা খাবার নিজ হাতে বিতরণ করেন রাজ্যের তথা ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের জনপ্রিয় বিধায়ক শ্রী সুরজিৎ দত্ত মহোদয়। উনার এই প্রয়াস প্রতিদিন জারি থাকবে এবং সকলের পাশে,, সকলের মাঝে বিধায়ক শ্রী সুরজিৎ দত্ত মহোদয় এই বাণীটিকে পাথেয় করে আগামী দিনে ও জনসেবায় নিজেকে নিয়োজিত করে যাবেন বলে ধারণা শুভবুদ্ধি সম্পন্ন মানুষের।