Site icon janatar kalam

সম্পন্ন হল আগরতলা প্রেসক্লাবের ফটো জার্নালিস্টের নির্বাচন গঠিত হলো নতুন কমিটি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রবিবার আগরতলা প্রেসক্লাবে ত্রিপুরা ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়, এদিনের নির্বাচনে সদস্যরা নিজেদের পছন্দের প্রার্থীকে উৎসবের মেজাজে ভোট দান করেন। এদিনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 20 জন প্রার্থী। আর এদিন রিটার্নিং অফিসার প্রণব সরকার ও দুই প্রিসাইডিং অফিসার সৈয়দ সাজ্জাদ আলী এবং দুলাল চক্রবর্তী উপস্থিত ছিলেন।এদিন মোট ৭৭ জন ভোটার ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে পরবর্তী কমিটি গঠন করা হয় যার মধ্যে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শ্রী রঞ্জন রায় এবং সহ-সভাপতি হিসেবে রয়েছেন সুমণ দেব রায় ও সুখেন শর্মা, সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন শ্রী রমাকান্ত দে এবং সহ-সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন প্রলয়জিৎ পাল ও অভিষেক দেববর্মা। কোষাধক্ষ্য হিসেবে নির্বাচিত হয়েছেন শ্রী কর্ণেন্দু ভট্টাচার্য, তাছাড়া কার্যকরী কমিটিতে নির্বাচিত হয়েছেন বিশ্বজিৎ দে, সুমন ঘোষ, প্রবীর দেববর্মা, মিল্টন ধর, চিনময় চৌধুরী ও ভাস্কর দাস। এদিনের নির্বাচনকে কেন্দ্র করে সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছিল লক্ষণীয়।

Exit mobile version