জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- শুক্রবার প্রদেশ বিজেপি কার্যালয়ে প্রদেশ যুব মোর্চার উদ্যোগে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। এই দিনের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য যুব মোর্চার সহ-সভাপতি অরুনভ নন্দী। এদিন তিনি সর্বপ্রথম ইতিমধ্যে টোকিওতে অনুষ্ঠিত হতে যাওয়া অলিম্পিকে ভারত থেকে 127 জন খেলোয়ার সেখানে অংশগ্রহণ করছেন তার জন্য তিনি দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান, কেননা উনি দেশের খেলোয়াড়দের এই মহামারীর পরিস্থিতিতেও নিজেদেরকে তৈরি করার জন্য যে সুযোগ বানিয়ে দিয়েছেন তার জন্যই আজ 127 জন ভারতীয় খেলোয়াড় সেখানে অংশ নিয়েছে বলে জানান। তাছাড়া এদিন তিনি এই সাংবাদিক বৈঠকে মূল উদ্দেশ্য নিয়ে বলতে গিয়ে জানান দেশের প্রধানমন্ত্রী টোকিওতে অলিম্পিকে অংশ নেওয়া 127 জন ভারতীয় খেলোয়াড়দের আরো উৎসাহিত করার জন্য CHEER FOR INDIA নামক একটি হ্যাশট্যাগের উদ্বোধন করেছেন এবং এটাকে সারাদেশে প্রমোট করার জন্য বলেছেন। তারই পরিপ্রেক্ষিতে সর্বভারতীয় যুব মোর্চার সভাপতি তেজস্বী সুরিয়া এক সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে cheerforindian.bjym.org নামক একটি ওয়েব পোর্টাল এর উদ্বোধন করেন যার মধ্য দিয়ে সারা ভারতবর্ষে CHEER FOR INDIAকে প্রমোট করা সম্ভবপর হয়ে উঠবে এবং এই দায়িত্বটি ভারতীয় জনতা যুব মোর্চা নিজ কাঁধে তুলে নিয়েছেন বলে জানানোর পাশাপাশি এই ওয়েব পোর্টালটির মধ্য দিয়ে অলিম্পিকে হতে যাওয়া ষোলটি খেলার আসরে আনন্দ নেওয়া যাবে তেমনি খেলোয়াড়দের উৎসাহিত করা যাবে বলে মন্তব্য করেন এবং এই ওয়েব পোর্টালটিতে রাজনৈতিক রং থাকলেও দেশের সর্বস্তরের যুবক যুবতীদের এই ওয়েব পোর্টালটি সাথে যুক্ত হবার আহ্বান রাখেন।