Site icon janatar kalam

ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্সের পক্ষ থেকে ল্যান্ড লর্ড অথোরিটির প্রতিনিধির হাতে করোনা সুরক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- ভারত ও বাংলাদেশের মধ্যে মৈত্রী বন্ধন আরো সুদৃঢ় করা এবং দু’দেশের মধ্যে সুসম্পর্ক এবং ব্যবসায়িক সম্পর্ক আরো অগ্রগতির জন্য বিগত দিনে কোভিদ পরিস্থিতিতে ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার ও অফ কমার্সের বাংলাদেশের শিল্পপতিরা নিজেদের ব্যবসায়িক প্রতিষ্ঠান খোলা রেখে উত্তর-পূর্বাঞ্চলের জন্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী পাঠিয়েছিলেন এবং তা আমাদের বিএসএফ বন্ধুরা ও ল্যান্ড লর্ড অথরিটির পক্ষ থেকে তা সরবরাহ চালু রেখে ছিলেন। তাই আজ ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্সের পক্ষ থেকে ল্যান্ড লর্ড অথোরিটির প্রতিনিধির হাতে করোনা সুরক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। এদিন সংবাদমাধ্যমকে ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্সের সম্পাদক সুজিত রায় একথা জানান . এদিনের কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্সের অন্যান্য সদস্যরা এবং বিএসএফের আধিকারিকগন।

Exit mobile version