জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- ছাত্র-ছাত্রীদের স্বার্থে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সঠিক মত কাজ করছে না যার কারণে ছাত্র-ছাত্রীরা তাদের নিজের অধিকার আদায়ে প্রতিনিয়ত বঞ্চিত থাকছেন তারই পরিপ্রেক্ষিতে এবার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ছাত্রসংগঠন ছেড়ে এনএসইউ আই এ যোগদান করলেন অখিল ভারতীয় বিদ্যার্থী ছাত্র-ছাত্রীরা। বুধবার আগরতলার কংগ্রেস ভবন এ এন এস আই এর কার্যালয় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এর ছাত্র-ছাত্রীদের কে বরণ করে নিলেন এন এস ইউ সহ -সভাপতি সম্রাট রায়। এদিন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এর ছাত্রনেতা দ্বীপ দাসের নেতৃত্বে মোট 15 জন ছাত্র-ছাত্রী এনএসইউ এ যোগদান করেন। বর্তমানে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2021 সালের শিক্ষাবর্ষে মাধ্যমিক পরীক্ষায় রেগুলার ছাত্র-ছাত্রীদেরকে পাশ করিয়ে দেওয়া হয়েছিল রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের পক্ষ থেকে কিন্তু কন্টিনিউ এক্সটার্নাল ছাত্র-ছাত্রীদেরকে পরীক্ষা দিয়ে পাস করার নির্দেশ দিয়েছিলেন শিক্ষা দপ্তর এর পক্ষ থেকে, তারপর ঐ এন এস আই এর পক্ষ থেকে গত 14 জুলাই রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবন এর সামনে আন্দোলন করেন কন্টিনিউ ও এক্সটার্নাল ছাত্র-ছাত্রীদেরকে পাশ রিয়ে দেবার জন্য। রাজ্য সরকারের শিক্ষা তথ্য তারপর ই সিদ্ধান্ত নেন এক্সটার্নালও কন্টিনিউ ছাত্র-ছাত্রীদেরকে পাশ করানোর কথা আর তাতেই এন এস ইউ আই ছাএ সংগঠন আরো বেশি চাঙ্গা করে নেয় তাদের ছাত্র সংগঠন কি এদিন সংবাদমাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে এন এস ইউ আই এর সহ সভাপতি সম্রাট রায় জানান আগামী দিনে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এর আরো অনেক ছাত্রছাত্রী এনএসইউ আইয়ে যোগদান করবেন বলে জানান।