জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রাজ্যে করোনা মহামারী হলে বিপর্যস্ত সাধারণ মানুষের জীবনযাপন তাই তাদেরকে লক্ষ্য করে রাজ্যে বিভিন্ন সামাজিক সংস্থা সংগঠন এগিয়ে এসেছেন। বিভিন্ন সংস্থা সংগঠন এর পাশাপাশি গরিব মানুষের সাহায্যের আবেদন পাওয়া মাত্রই যুনে ছুটে যান তিনি হলেন 7 রামনগর কেন্দ্রের বিধায়ক সুরজিৎ দত্ত। আজ আবারো উনাকে পাওয়া গেল গরিব মানুষের অন্নদাতা ভূমিকা হিসাবে বুধবার রাজনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে বিদ্যালয়ের সহকর্মীদের উদ্যোগে এই বিদ্যালয় দুস্ত ছাত্র-ছাত্রীদের পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ দিনের কর্মসূচি থেকে বিধায়ক সুরজিৎ দত্ত এই মহামারীর পরিস্থিতিতে সকলকে সুস্থ থাকার আহ্বান রাখেন, এদিনের কর্মসূচিকে কেন্দ্র করে বিদ্যালয়ের উদ্যেক্তাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।