Site icon janatar kalam

৪টি দাবি নিয়ে শিক্ষা ভবনে এক ডেপুটেশন প্রদান করেন এনএসইউআই

মঙ্গলবার এনএসইউআই এর পক্ষ থেকে ৪টি দাবি নিয়ে শিক্ষা ভবনে এক ডেপুটেশন প্রদান করেন। দাবিগুলি মূলত স্কুল কলেজ ধাপে ধাপে খুলে দেওয়া , ছাত্রছাত্রীদের জন্য স্যানিটাইজার মেশিন বসানো এবং তাদের জন্য দ্রুত ভেকসিনেশনের ব্যবস্থা করা। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি এনএসইউআই নেতা বলেন বর্তমানে মহামারী পরিস্থিতিতে সমস্ত স্কুল কলেজ বন্ধ থাকায় রাজ্য সরকার এবং শিক্ষা দপ্তরের পক্ষ থেকে অনলাইন ক্লাস চালু করেছেন কিন্তু রাজ্যের যেসব জায়গা যেখানে নেটওয়ার্ক ঠিকভাবে পাওয়া যায় না সেখানে স্মার্ট ফোন থাকার সত্ত্বেও শিক্ষার্থীরা ভালোভাবে ক্লাস নিতে পারছেন না তাই এনএসইউআই রাজ্যের শিক্ষা অধিকর্তার কাছে দাবি রেখেছেন যে স্কুল কলেজের ক্যাম্পাসগুলি খুলে দেওয়ার জন্য কেননা এগুলি খোলা ছাত্রছাত্রীরা নিজেদের প্রয়োজনীয় পাঠ্য বই লাইব্রেরি থেকে সংগ্রহ করতে পারবে এবং উচ্চ শিক্ষা লাভে তাদের সহায়ক হবে বলে।

Exit mobile version