জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বিলোনিয়া রাজনগর এলাকায় একটি ঘটনাকে কেন্দ্র করে তিনটি মামলা দায়ের করা হয়েছিল যার মধ্যে বিধায়ক সুধন দাস উনার উপর শাসক দলের দুষ্কৃতিকারীদের দ্বারা প্রাণে মারার ঘটনা নিয়ে। কিন্তু সুধন দাসের এই মামলাটি কে নিয়ে পুলিশ রেজিস্টার করেনি, তাই বিধায়ক সুধন দাস এনিয়ে ত্রিপুরা হাইকোর্টের একটি মামলা দায়ের করে যার শুনানি আজ হয় এবং এই শুনানিতে রাজ্য সরকারকে নোটিশ জারি করল ও আগামী 29 তারিখ এই মামলার সর্বশেষ শুনানি হবে বলে জানালেন ত্রিপুরা হাইকোর্টের মাননীয় বিচারপতি অরিন্দম লোধ।