জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- সর্ব জনপ্রিয় বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী শ্রী সুরজিত দত্ত মহাশয় অনবরত জনসাধারণের পাশে থাকার বার্তা দিয়ে যাচ্ছেন উনার কাজের মাধমে এবং রাজ্যের যে প্রান্ত থেকে সাহায্যের ডাক পাচ্ছেন সেদিকে ছুটে যাচ্ছেন তিনি। নিজ বিধানসভা কেন্দ্রের মানুষদের পাশাপাশি গোটা রাজ্যের মানুষদের পাশে দাঁড়ানোই তিনি অঙ্গীকারবদ্ধ। তাই আজ ফায়ার সার্ভিস সংলগ্ন সপ্তসিন্ধু ক্লাবের সামনে ১০০০ জন লোককে ভাত, আলু কাবলি, ডিম ঝুল খাইয়েছেন। বিধায়ক শ্রী সুরজিত দত্ত মহাশয়ের প্রকৃত জনদরদী পদক্ষেপে কর্মকর্তারা নিজেদের গর্বিত মনে করছেন। রাজ্যে সর্বত্র তিনি গরিবের অন্নদাতা হিসাবে পরিচিত। বিধায়ক শ্রী সুরজিত দত্ত মহাশয়ের উন্নতির অর্থ হবে সকল জনসাধারণের উন্নতি। ভারত মাতার বুকে এমন বিধায়ক আরো চাই।।