জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- 10323 গ্রেজুয়েট শিক্ষক বলরাম ঘোষ চাকরি যাবার পর আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়েন এবং স্টোক করেন, এরপর থেকেই তিনি শয্যাশায়ী হয়ে পড়েন। বাধারঘাট স্থিত মাতৃপল্লী এলাকায় বাড়ি বলরাম ঘোষের। সংসারে উপার্জনের একমাত্র উনি ছিলে। তাছাড়া বাড়িতে ছোট্ট একটি মেয়ে রয়েছে ,তিনি সপ্তম শ্রেণীতে পড়েন। 10323 গ্রেজুয়েট শিক্ষক বলরাম ঘোষ অসুস্থ হওয়ার পরে সংসার চালাতে পারছেনা উনার স্ত্রী । তাই আজ 10323 শিক্ষক এর এক প্রতিনিধি দল মাতৃপল্লীস্থিত বলরাম ঘোষ এর বাড়িতে যান এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন উনার স্ত্রী সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে বলেন চাকরি চলে যাওয়ার কারণেই ওনার এই অবস্থা তাই রাজ্যের মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে প্রার্থনা করেছেন চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য , কেননা সরকার যদি চাকরি ফিরিয়ে দেয় তাহলে তিনিও স্বামীর স্বাভাবিক জীবন ফায়ার পাবেন বলে জানান। তাছাড়া এদিন ১০৩২৩ শিক্ষক বিজয়কৃষ্ণ দেব সংবাদ মাধ্যমকে বলেন পয়সার অভাবে ১০৩২৩ শিক্ষক বলরাম ঘোষ চিকিৎসা করতে পারছেন না ও একপ্রকার হতাশা হয়েই তিনি মানবতা হল ঈশ্বরের দেওয়া সর্বশ্রেষ্ঠ উপহার সেটা যদি কোন রাজনৈতিক দল কিংবা সরকারের না থাকে তাহলে তাদের ধ্বংস অবশ্যম্ভাবী বলে অভিমত ব্যাক্ত করেন।
Leave a Comment