Site icon janatar kalam

আজ বিদায় নিলেন রাজ্যের প্রাক্তন রাজ্যপাল রমেশ বৈশ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আজ রাজভবনে ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল রমেশ বৈশ এর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এদিন ওনাকে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানানো হয় তাছাড়া এদিন বিদায়ী রাজ্যপাল কে গার্ড অফ অনার দিয়ে সম্মান জানানো হয়। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন রমেশ বৈশের বিভিন্ন পরামর্শ ত্রিপুরার বিকাশের ধারা তরান্বিত করতে উল্লেখযোগ্য ছিল এবং সমগ্র ত্রিপুরাবাসীর পক্ষ থেকে বিদায়ী রাজ্যপাল মহোদয়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তাছাড়া মা ত্রিপুরাসুন্দরীর কাছে মাননীয় রমেশ বৈশজির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং তাঁর অবদান রাজ্যের মানুষের কাছে চির স্মরণীয় হয়ে থাকবে বলে অভিমত ব্যাক্ত করেন। এদিকে বিদায়ী রাজ্যপাল রমেশ বৈশ বিদায় কালে ত্রিপুরা রাজ্য নিয়ে নিজের অভিজ্ঞতা ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন দু’বছর ত্রিপুরা রাজ্যের মানুষের সেবা করা সুযোগ পেয়েছেন এবং তিনি মনে করেন মা ত্রিপুরাসুন্দরী আশীর্বাদে ত্রিপুরা আরো অনেক এগিয়ে যাবে ও ত্রিপুরা রাজ্য ছোট্ট হলেও পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থান এবং মা ত্রিপুরেশ্বরী যেন এই সুন্দর রাজ্যটিকে আরো সুন্দর করতে পারেন তার জন্য যেন রাজ্যে নেতা-মন্ত্রীদের কে শক্তির যোগান দেন। এদিনের অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা শিক্ষামন্ত্রী রতন লাল নাথসহ রাজ্য মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা।

Exit mobile version