Site icon janatar kalam

নিজের গর্ভের ছেলেকে খোঁজতে সংবাদ মাধ্যমের দ্বারস্থ জন্মদাত্রী মা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পূর্ব থানার অন্তর্গত মহেশষখলা শ্যামাপ্রসাদ কলোনি উড়িয়া পাড়া 18 বছরের এক যুবক গত 17 দিন যাবৎ নিখোঁজ। নাম মনোরঞ্জন উড়িয়া, বাবার নাম স্বর্গীয় স্বপন উড়িয়া। মনোরঞ্জন উড়িয়ার মার কাছ থেকে জানা যায় গত 20 তারিখ বাড়ি থেকে বেরিয়ে যায় তার ছেলে মনরঞ্জন উড়িয়া আসার কথা ছিল দুই থেকে তিন দিন পর। সে কাজে যাবে বলে তার মার কাছ থেকে বলে বেরিয়ে যায় দুদিন পর ফোন করে তার মার সাথে কথা বলেন। তারপর থেকেই কোন খোঁজখবর নেই এমনকি মোবাইলও বন্ধ রয়েছেন বলে জানান মনোরঞ্জনের মা । পরিবারে মনোরঞ্জন এবং তার মায়ই রয়েছেন । প্রায় 12 দিন পর পূর্ব থানায় নিখোঁজ ডায়েরি করে আসেন তার মা পুষ্প উড়িয়া। আজ 17 দিন পার হতে চলেছে কোন উপায় না পেয়ে সাংবাদিকদের কাছে তার ছেলের কথা তুলে ধরে তিনি বলেন ছেলে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যাবার পর দুদিন পরে বাড়ি ফিরছে বলে ফোনে জানালেও তারপর থেকে কোন খোঁজ খবর নেই ছেলের , ছেলেকে খোঁজতে মা কি করবেন তা চিন্তা করতে করতেই অসহায় হয়ে পড়েছেন জন্মদাত্রী মা। তাই কোন পথ না খুঁজে পেয়ে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হলেন অসহায় মা।

Exit mobile version