janatar kalam Home রাজ্য করোনা আবহে অলিম্পিকের মত বিশ্বজনীন ক্রীড়া প্রতিযোগিতার যথেষ্ট প্রয়োজনীয়তা – বিধায়ক রতন চক্রবর্তী
রাজ্য

করোনা আবহে অলিম্পিকের মত বিশ্বজনীন ক্রীড়া প্রতিযোগিতার যথেষ্ট প্রয়োজনীয়তা – বিধায়ক রতন চক্রবর্তী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- করোনা আবহেও অলিম্পিকের মত বিশ্বজনীন ক্রীড়া প্রতিযোগিতার যথেষ্ট প্রয়োজনীয়তা ও প্রাসঙ্গিকতা রয়েছে বলে মনে করেন বিজেপি বিধায়ক রতন চক্রবর্তী। মঙ্গলবার আগরতলার এন আর সি সি তে তিন দিনব্যাপী অলম্পিক সম্পর্কিত কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করে শ্রী চক্রবর্তী এই অভিমত ব্যক্ত করেন। তিনি জানান অলিম্পিকের মত ক্রিয়া প্রতিযোগিতা রাজ্যে খেলোয়াররা অংশগ্রহণ করে দেশ ও রাজ্যকে উজ্জ্বল করেছে ভবিষ্যতেও করবে। এই প্রসঙ্গে তিনি মন্টু দেবনাথ, বিশ্বেশ্বর নন্দী, দীপা কর্মকার, এর নাম ও উল্লেখ করেন। অলিম্পিকের বিশ্বজনীন আসরে ভারতীয় দলের সার্বিক সাফল্য কামনা করেন বিধায়ক রতন চক্রবর্তী। এদিন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চিত্র জিৎ ভৌমিক অ্যাসোসিয়েট প্রফেসর, যুবক বিষয়ক কল্যাণ দফতরের অধিকর্তা পাই মগ, বনজিত বাগচী, আধিকারিক শুবিকাশ দেববর্মা সহ অন্যান্যরা।

Exit mobile version