Site icon janatar kalam

এবার তিন দফা দাবি নিয়ে রাস্তায় নামল চাকরীচ্যুত ১০৩২৩

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- এবার তিন দফা দাবি নিয়ে রাস্তায় নামল চাকরীচ্যুত ১০৩২৩ এর শিক্ষক-শিক্ষিকারা। মঙ্গলবার রাজ্যের ২৩ টি জেলাতে চলে তাদের এই বিক্ষোভ কর্মসূচি। আজ সকালে সংগঠনের সদর জেলা কমিটির পক্ষ থেকে আগরতলা সিটি সেন্টারের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন চাকরীচ্যুত শিক্ষক-শিক্ষিকারা। তাদের নেত্রী ডালিয়া দাস জানান, মূলত তিন দফা দাবি নিয়ে তারা আজকের এই বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। দাবিগুলো হলো,১. প্রতিশ্রুতি অনুযায়ী ১০৩২৩ চাকরীচ্যুত সব শিক্ষকদের চাকরি ফিরিয়ে দিতে হবে। ২. এখন পর্যন্ত প্রায় ১০৫ জন শিক্ষক মারা গেছেন তাদের পরিবারে একটি করে চাকরি প্রদান করতে হবে। ৩. চাকরি চলাকালীন তারা বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়ে ছিল কিন্তু চাকরি চলে যাওয়ার পর সেই ঋণ পরিশোধ করছে তারা আর পারছে না, বর্তমানে ব্যাঙ্ক গুলির তাদের ওপর চাপ সৃষ্টি করছে ঋণ পরিশোধ করার জন্য। এমন অবস্থায় রাজ্য সরকার যাতে ব্যাঙ্ক গুলির সঙ্গে কথা বলে যতদিন না তার স্থায়ী সমাধান হয় ততদিন ব্যাংক গুলি যাতে ঋণের জন্য চাপ সৃষ্টি না করে। মূলত এই তিন দফা দাবি নিয়ে আজ তাদের এ বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি পালন করা হয়।

Exit mobile version