জনতার কলম, ত্রিপুরা, উদয়পুর প্রতিনিধি :- শুক্রবার দুপুরে গোপন খবরের ভিত্তিতে বাগমা থানার সামনে জাতীয় সড়কের উপর নাকা চেকিংয়ে বসে বাগমা ফাঁড়ি থানার পুলিশ । বিশ্রামগঞ্জ থেকে উদয়পুরে আসার পথে একটি বোলেরো গাড়ি আটক করে পুলিশ। পুলিশ গাড়িতে তল্লাশি চালিয়ে দুই যুবকের কাছ থেকে ব্রাউন সুগার ও নগদ ৫০০০ টাকা উদ্ধার করে। জানা যায় নেশা সামগ্রী পাচার কারি ২ যুবকের নাম সুবল মিঞা ও বিল্লাল মিঞা। তাদের বাড়ি উদয়পুর মহারানী এলাকায়। তারা পেশায় গাড়িচালক বলে জানায়। আটককৃত গাড়ির নাম্বার TR03 F 1924 । অভিযুক্তরা জানিয়েছে এই নেশা কারবারীর সাথে যুক্ত রয়েছে আগরতলার আরো বেশ কয়েকজন যুবক। তাদের কাছ থেকেই নাকি তারা নেশা সামগ্রী নিয়ে বিশ্রামগঞ্জ থেকে উদয়পুর এর দিকে আসছিল। পরবর্তী সময় বাগমা ফাঁড়ি থানার পুলিশ তাদের আটক করে উদয়পুর রাধাকিশোরপুর থানায় নিয়ে আসে। নেশা সামগ্রীর সাথে আটককৃত এই দুই যুবককে শনিবার দুপুরে উদয়পুর কোর্টে সোপর্দ করা হবে বলে জানান বাগমা থানার ওসি খোকন সাহা। পুলিশের এই নেশা সামগ্রী উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বাগমা জুড়ে ।