Site icon janatar kalam

রোগীর রক্তের প্রয়োজনে এগিয়ে এলো যুবমোর্চার কর্মীরা

জনতার কলম, ত্রিপুরা, উদয়পুর প্রতিনিধি :- সেবাই সংগঠন , আরেকবার প্রমাণিত করলো ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার কর্মীরা। কাঁকড়াবন এলাকার এক মুমূর্ষ রোগীর জন্য দুই ইউনিট রক্তের খুবই প্রয়োজন। হঠাৎ করে এই খবর ভারতীয় জনতা পার্টি কাঁকড়াবন মন্ডলের সভাপতি বিশ্বজিৎ সরকারের নিকট একটি ফোন কল আসে। তখন তিনি এই ঘটনা জানতে পেরে তৎক্ষনাৎ রাধাকিশোর পুর মণ্ডলের যুব মোর্চার সভাপতি রাকেশ শীল এর কাছে ফোন করে জানান রক্তের খুবই প্রয়োজন এক রোগীর জন্য। আর তৎক্ষণাৎ যুব মোর্চার সভাপতি ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক দেবাশীষ রায় বর্মন ও মন্ডল সদস্য ঝোটন দাস, অম্লান চৌধুরীকে , সাথে নিয়ে গোমতী জেলা টেপানিয়া হাসপাতালে ছুটে যান ওই মুমূর্ষ রোগীকে দুই ইউনিট রক্ত দেওয়ার জন্য। রাজনীতির ফাঁকেও যে সামাজিকতার কাজে দায়বদ্ধ ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার কর্মীরা তা আরেকবার প্রমাণিত হলো উদয়পুরে। প্রতিদিন সমাজের কোন না কোন রোগীর যদি হাসপাতালে রক্তের প্রয়োজন হয়, তখন ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার কর্মীরা যে সবসময় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে তা বলার অপেক্ষা রাখে না। এদিন দুপুরে টেপানিয়া হাসপাতালে ভর্তি থাকা রোগীর জন্য যে রক্ত দেওয়া হয়েছে। তা দেখে রোগীর পরিবারের আত্মীয়-স্বজন থেকে শুরু করে কাঁকড়াবন এলাকায় গ্রামবাসীরা তাদেরকে অভিনন্দন জানিয়েছে।

Exit mobile version