জনতার কলম ত্রিপুরা,তেলিয়ামুড়া প্রতিনিধি :- ফের ভয়াবহ সড়ক দুর্ঘটনা আসাম আগরতলা জাতীয় সড়কে । সড়ক দুর্ঘটনার লাগাম টানা যেন কোনভাবেই সম্ভবপর হচ্ছে না । প্রতিদিনই কোথাও-না-কোথাও সড়ক দুর্ঘটনার জেরে আহত অথবা নিহতের খবর রয়েছেই শিরোনামে । আজ মঙ্গলবার দুপুর আনুমানিক ২ টা ৪০ মিনিট নাগাদ মুঙ্গিয়াকামী থানাধীন আঠারমুড়া পাহাড়ের ৪৫ মাইল এলাকায় বহিঃরাজ্যের ১২ চাকা একটি কোল ড্রিংস বুঝাই লড়ি যার নম্বর JKO2BN 0939 আগরতলা আসার পথে বাঁক নিতে গিয়ে ব্রেক ফেল করে জাতীয় সড়ক থেকে গভীর খাদে চলে যায় । এতে সঙ্গে সঙ্গেই গাড়ির চালক ও সহ-চালক দুজনেই গুরুতর আহত হয় । সঙ্গে সঙ্গেই খবর আসে মুঙ্গিয়াকামী থানা ও তেলিয়ামুড়া ফায়ার সার্ভিস কর্মীদের অফিসে । খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তেলিয়ামুড়ার ফায়ার সার্ভিস কর্মীরা তড়িঘড়ি করে ঘটনাস্থলে গিয়ে গভীর খাদ থেকে লরির চালক ও সহ-চালককে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য । কিন্তু এইদিকে লরির চালকের বাঁ হাতটি ভেঙে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য সঙ্গে সঙ্গেই তাকে পাঠিয়ে দেওয়া হয় রাজধানীর রেফারেল জিবি হাসপাতালে । জানা যায় লড়ির চালক ও সহ চালক দুজনের বাড়িই জম্মু-কাশ্মীর এলাকায় ।।
Leave a Comment