জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- দীর্ঘদিন ধরে যারা ছোট বড় ব্যবসায়ীরা মহারাজগঞ্জ বাজার পাতিল পট্টি এলাকায় অবৈধ ভাবে দোকানপাট করছে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে সেই দোকানগুলো ভেঙে দেওয়া হচ্ছে । এখন অব্দি ৭টি দোকান ভাঙ্গা হয়েছে আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের পক্ষ থেকে বলে জানা যায়। তাছাড়া এএমসির এই কর্মসূচি নিয়ে ব্যবসায়ীদের একাংশ ক্ষতির সন্মুখীন এবং ক্ষুব্দ। কেননা তাদের অভিযোগ এই বাজারের পার্শ্ববতী এলাকার বাজার যেমন নেতাজি মার্কেট সেখানে ও অবৈধ অনেক দোকানপাট রয়েছে সেগুলিকে ভাঙা হচ্ছে না শুধু ওদেরটা ভাঙা হচ্ছে বলে জানান। আগরতলা পুর নিগমের এই উদ্যোগে নারাজ ক্ষুদ্র ব্যবসায়ী মহলের একাংশ।