জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ আগরতলার আইএমএ হাউজে দু’দিন ব্যাপী বিশেষ টিকাদান অভিযানের উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে কোভিডের প্রথম পর্বে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি দেশের ১৩০ কোটি মানুষকে রক্ষা করতে লকডাউন ঘোষণা করেছিলেন। তখন অনেকে সমালোচনা করেছিলেন। কিন্তু সবাই ঘরে থাকলেও প্রধানমন্ত্রীজি বসে ছিলেন না। সারা দেশের স্বাস্থ্য পরিকাঠামোকে ঢেলে সাজাতে নিরলস ভাবে কাজ করে গিয়েছেন তিনি। তার ফল আজ চাক্ষুষ করা যাচ্ছে। তাছাড়া নিন্দুকদের একটা অংশ বসেছিল এই ভেবে যে, মহামারীতে অনাহারে মৃত্যু হবে এবং সেই সংখ্যাকে ইস্যু করে তাঁরা রাজনীতি করবেন। কিন্তু মাননীয় মোদীজির দিশায় প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার দৌলতে দেশের মানুষকে এই সঙ্কটের মধ্যেও অভুক্ত থাকতে হয়নি এবং তার পাশাপাশি রাজ্য সরকারও সমান্তরাল ভাবে কাজ করে গিয়েছে। ৫৭৯ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করা হয়েছে। সাত লক্ষ পরিবারকে ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে অর্থ সাহায্য করা, সাত লক্ষ পরিবারের কাছে ফুড প্যাকেট পৌঁছে দেওয়া, সামাজিক পেনশনের দুমাসের টাকা অগ্রিম দেওয়ার মতো একাধিক পদক্ষেপ গৃহীত হয়েছে। এদিন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক দেব প্রিয় বর্ধন, NHM মিশন ডাইরেক্টর সিদ্ধার্থ শিব জাসওয়াল স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার সহ অন্যান্যরা।
Leave a Comment