Site icon janatar kalam

৩৭ টি নেশার-ড্রাগসের কৌটো সহ এক যুবককে আটক করে প্রমিলা বাহিনী

জনতার কলম ত্রিপুরা তেলিয়ামুড়া প্রতিনিধি :- ৩৭ টি নেশার-ড্রাগসের কৌটো সহ এক যুবককে আটক করে প্রমিলা বাহিনী । ঘটনা তেলিয়ামুড়া থানাধীন মানিক বাজার এলাকায় । জানা যায়, জনতার হাতে আটককৃত ওই যুবকের নাম বিশাল দেববর্মা । বাড়ি মানিক বাজারের দক্ষিণ গকুলনগর এলাকায় । ঘটনার বিবরণে জানা যায়, সম্প্রতি ৩ দিন ধরে তেলিয়ামুড়ার মানিক বাজার এলাকায় নেশার রমরমা বাণিজ্য ও নেশার অবাধ বিচরণ লাগামহীনভাবে বেড়েই চলেছে । যার ফলে বর্তমান যুবসমাজ ধ্বংসের মুখে পতিত হচ্ছে । আর এরই পরিপ্রেক্ষিতে সুস্থ সমাজ ও পরিবেশ গঠনে বর্তমান যুব সমাজকে রক্ষা করতে প্রমিলা বাহিনী বরাবরই মাঠে নেমে পড়েছে । আর এরই পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৬ টা নাগাদ তেলিয়ামুড়া থানাধীন মানিক বাজারের দক্ষিন গকুলনগর এলাকায় স্থানীয় প্রমিলা বাহিনী বিশাল দেববর্মা নামে এক নেশা-কারবারিকে ঘুরাঘুরি করতে দেখে সন্দেহ হওয়ায় তাঁকে আটক করে । পরবর্তীতে বিশাল দেববর্মার কাছ থেকে প্রমিলা বাহিনী তল্লাশি চালিয়ে উদ্ধার করে ৩৭ টি ড্রাগসের কৌটো ও অন্যান্য নেশা সামগ্রী । সঙ্গে সঙ্গেই তাকে দেওয়া হয় উত্তম-মধ্যম । পরবর্তীতে খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানায় । খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ তড়িঘড়ি করে ঘটনাস্থল মানিক বাজারে গিয়ে প্রমিলা বাহিনী দ্বারা আটককৃত ওই নেশা-কারবারী বিশাল দেববর্মাকে আটক করে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে । তবে উল্লেখ্য, প্রায় প্রতিদিনই তেলিয়ামুড়ার বিভিন্ন এলাকায় নেশার রমরমা বাণিজ্যের মাধ্যমে বর্তমান যুব সমাজকে ধ্বংসের অভিনব পন্থা-কে ঘিরে শুভবুদ্ধি সম্পন্ন সচেতন মহলে ইতিমধ্যে একপ্রকার ক্ষোভ সৃষ্টি হয়েছে ।।

Exit mobile version