Site icon janatar kalam

পুলিশকে আইনের শাসন ফিরিয়ে আনতে উদ্যোগী ভূমিকা নিতে হবে – পলাশ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- রাজ্যে আইনের শাসন নেই। রাজ্যে গণতন্ত্র এবং আইনের শাসন পুনরুদ্ধার করার দাবি সহ রবিবার রাতে এস এফ আই রাজ্য সম্পাদক সন্দীপন দেবের বাড়িতে আক্রমণের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার সি টি সেন্টারের সামনে বিক্ষোভ দেখায় বাম ছাত্র যুব সংগঠনের কর্মীরা। এদিন বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই রাজ্য কমিটির সভাপতি পলাশ ভৌমিক। তিনি বলেন, রাজ্যে বিজেপি এবং আইপিএফটি জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বিরোধী কর্মী সমর্থকদের বাড়িতে হামলা করছে শাসকদলের দুর্বৃত্তরা। সম্প্রতি ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব এবং এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপন দেবের বাড়িতে হামলা করে বিজেপি দুষ্কৃতিকারীরা। এ ধরনের সন্ত্রাস রাজ্যে দীর্ঘ তিন বছর যাবত চলছে। সন্ত্রাস অবিলম্বে বন্ধ করতে হবে রাজ্য পুলিশ প্রশাসনকে। করোনা কারফিউ সুযোগ নিয়ে রাজ্যে বিজেপি দুস্কৃতিকারীরা হামলা হুজ্জোতি করছে। পুলিশ সম্পূর্ণ নীরব দর্শক। পুলিশকে আইনের শাসন ফিরিয়ে আনতে উদ্যোগী ভূমিকা গ্রহণ করতে হবে বলে তিনি দাবী জানান। তবে পুলিশের ভূমিকা নিয়ে তিনি এদিন ক্ষোভ উগরে দিয়ে বলেন পুলিশ শাসক দলের অঙ্গুলিহেলনে দল দাসে পরিণত হয়ে উঠেছে। পুলিশ চাইলে এর বিরুদ্ধে ভূমিকা নিতে পারতো। কিন্তু পুলিশ কোনো ভূমিকা গ্রহণ করছে না বলে জানান তিনি। সরকার বুঝতে পারছে তাদের পায়ের নিচের মাটি সরে গেছে। তাই তারা আতঙ্কিত হয়ে এ ধরনের সন্ত্রাস করে চলেছে গোটা রাজ্যে বিরোধীদের উপর। তাই আইনের শাসন এবং রাজ্যের গণতন্ত্র ফিরিয়ে আনতে রাজ্যের সব অংশের মানুষকে এগিয়ে আসতে হবে বলে আহ্বান জানালেন তিনি।

Exit mobile version