janatar kalam Home রাজ্য মাতাবাড়ি কল্যাণ সাগর দীঘির বেহাল অবস্থা দেখার কেও নেই!
রাজ্য

মাতাবাড়ি কল্যাণ সাগর দীঘির বেহাল অবস্থা দেখার কেও নেই!

জনতার কলম, ত্রিপুরা, উদয়পুর প্রতিনিধি :- উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে ছোট্ট রাজ্য হচ্ছে ত্রিপুরা। রাজন্য আমল থেকেই উদয়পুর ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে পুজো অর্চনা হয়ে আসছে। ত্রিপুরেশ্বরী মন্দির কে ঘিরে রয়েছে একটি কল্যাণ সাগরদিঘী। কিন্তু সেই দিঘির জলে এখন বর্তমানে প্লাস্টিক ক্যারি ব্যাগ এর জঞ্জালে পরিণত হয়েছে। মাতারবাড়ি মন্দির কে ঘিরে ভারত সরকারের পর্যটন দপ্তর একটি বিশেষ ভূমিকা গ্রহণ করেছে। ইতিমধ্যেই এ মন্দির কে কিভাবে সাজিয়ে তোলা হবে তার রূপরেখা তৈরি হয়ে গিয়েছে। আজ থেকে বেশ কিছুদিন আগে রাজ্যের পর্যটন দপ্তরের মন্ত্রী মাতারবাড়ি নিয়ে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। কিন্তু ও উদয়পুরের ত্রিপুরেশ্বরী মন্দিরের কল্যাণ সাগর দিঘিতে বর্তমানে প্লাস্টিক আবর্জনা ভর্তি হয়ে আছে। প্রশাসন থেকে কোন ধরনের পরিষ্কারের উদ্যোগ গ্রহণ করছে না। এর ফলে মাতার বাড়িতে আসা ত্রিপুরেশ্বরী মায়ের দর্শনার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এখন দেখার বিষয় মাতারবাড়ি দায়িত্বে থাকা জেলাশাসক কি ব্যবস্থা গ্রহণ করে।

Exit mobile version