Site icon janatar kalam

বিভিন্ন দল ছেড়ে ৩৫পরিবার তিপ্রা মথায়

জনতার কলম ত্রিপুরা কলসি প্রতিনিধি :-এডিসি নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মসূচী পালন করছে তিপ্রা মথা দলের সদস্যরা। এরইমধ্যে শনিবার এক অনুষ্ঠানের মধ্যদিয়ে কলসী এডিসি ভিলেজে তিপ্রা মথার দলীয় কার্যালয় উদ্ভোধন করা হয়। তার পাশাপাশি অনুষ্ঠিত হয় যোগদানসভা। এই যোগদান সভায় ৩৫ পরিবারের লোকজনেরা বিভিন্ন পার্টি থেকে তিপ্রা মথা দলে যোগদানকরেন। এরমধ্যে ৪ জন রয়েছে বিজেপির মনিটারিং কমিটির সদস্য। দলত্যাগীদের হাতে দলীয় পতাকা দিয়ে বরনকরেনেন ২০২১ সালের ২৬ নং কেন্দ্রের তিপ্রা মথা দলের প্রার্থী হরেন্দ্র রিয়াং। আজকের এই যোগদানসভা শেষে তিপ্রা মথা দলের উদ্দ্যোগে এক সাংবাদিক সন্মেলনের আয়োজন করা হয়। সবকিছু মিলিয়ে রাজ্য সরকারের বিভিন্ন কাজের তিব্র সমালোচনা করে ও আগামীদিনে এডিসি এলাকা উন্নয়নে তিপ্রামথা দলের বিভিন্ন কর্মসূচী নিয়ে সংবাদমাধ্যমের সামনে তুলে ধরাহয়।

Exit mobile version