জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- করোনা মহামারীর প্রধান অস্ত্র হল অক্সিজেন। আর এই অক্সিজেনের অভাবে অনেক করোনা সংক্রমিত রোগী মারা গিয়েছেন। তাই এই অক্সিজেনের অভাবে যেন কোন রোগী মারা না যায় কেউ যেন নিজের আপন জনকে না হারায় সেদিকে লক্ষ রেখে রাজ্যের জিবি হাসপাতালে অক্সিজেন প্ল্যান্টেশন প্ল্যান্ট নির্মাণ করা হয়। আজ এই অক্সিজেন প্ল্যান্টের শুভ উদ্বোধন করা হয় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হাত ধরে। এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন ৪৫ ঊর্ধ্বদের টিকাকরণে দেশের শীর্ষে ত্রিপুরা। মানুষের সচেতনতার জন্যই এই সাফল্য সম্ভব হয়েছে। এখন আমাদের লক্ষ্য দেশের প্রথম রাজ্য হিসেবে ১০০ শতাংশ মানুষের টিকাকরণ সম্পন্ন করা। সেই লক্ষ্যেই কাজ করছে রাজ্য সরকার।পিএম কেয়ার্সের অর্থে ত্রিপুরা মেডিক্যাল কলেজে ৬০০ এলপিএম-এর অক্সিজেন প্ল্যান্ট নির্মাণ করা হয়েছে। যখনই রাজ্যের প্রস্তাব গিয়েছে তৎক্ষনাত এই প্ল্যান্ট মঞ্জুর করা হয়েছিল। এর থেকেই বোঝা যায় মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি কোভিড মোকাবিলায় কতটা তৎপর।
গোটা দেশের কোভিড ম্যানেজমেন্টের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। পৃথিবীর বহু উন্নত দেশ যখন হিমশিম খাচ্ছে কোভিড সামলাতে তখন অর্থনীতিকে একটা জায়গায় স্থির রাখতে সক্ষম হয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। নিন্দুকেরা বলেছিল ৩২ শতাংশ অর্থনীতর অধোগতি হবে। কিন্তু তাঁদের আজকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এন এচ এম মিশন ডিরেক্টর সিদ্ধাত শিব যশপালসহ আরো অন্যান্যরা।