Site icon janatar kalam

নতুন বাজার শেডের দাবি ব্যবসায়ীদের

জনতার কলম, ত্রিপুরা,উদয়পুর প্রতিনিধি :- দীর্ঘ দিন যাবৎ নড়েবড়ে অবস্থায় রয়েছে উদয়পুর চন্দ্রপুর কলোনী স্থিত সবজি ও মাছ মাংস শেড ঘরটি। ছাউনির টিন নষ্ট হয়ে যাবার ফলে সামান্য একটু বৃষ্টি হলেই উপর দিয়ে বৃষ্টির জল পড়তে থাকে। তাছাড়া বাজারে জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় শেডের মধ্যে জল ঢুকে একাকার হয়ে যায়। এই ব্যাপারে স্থানীয় ব্যবসায়ীরা জানান এই মার্কেট শেডটি বর্তমানে এটি একেবারেই নড়েবড়ে অবস্থায় রয়েছে। সামান্য একটু বৃষ্টি হলেই জল পড়তে থাকে বাধ্য হয়ে মাথায় ছাতা দিয়েই ব্যবসা বানিজ্য করতে হচ্ছে। গতবছর স্থানীয় পঞ্চায়েত থেকে কিছু বাঁশের খুটি লাগিয়ে জোড়াতালি দিয়ে গেলেও ঝড় তুফান ও বৃষ্টি আসলে এক প্রকার আতঙ্কের মধ্যে থাকতে হয় ব্যবসায়ীদের। তাই দাবী উঠছে দ্রুত যেন এটিকে সংস্কার করে দেওয়া হয়।

Exit mobile version