জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বৃহস্পতিবার এল আই সি শিলচর ডিভিশনের পক্ষ থেকে আগরতলা জিবি হাসপাতালে পি পি ই কিট প্রদান করা হয়। উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরার সাংসদ প্রতিমা ভৌমিক। তিনি পি পি ই কিট -গুলি হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেন। পরে তিনি বলেন, এলআইসি এ ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। করোনা নিয়ে মানুষের মধ্যে যাতে কোনো ধরনের আতংক সৃষ্টি না হয় তার জন্য তিনি বার্তা দিয়ে বলেন, কেউ করোনা আক্রান্ত হলে অবশ্যই যাতে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করার জন্য। তাহলে রাজ্যের উন্নত পরিষেবা দ্বারা সুস্থ হওয়া সম্ভব। তাই সকলে যাতে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করে বলে জানান। পাশাপাশি এদিন তিনি বাংলাদেশে সুস্থ হয়ে ফিরে করুনাসিন্ধু চৌধুরী প্রসঙ্গ তুলে ধরে রাজ্যের চিকিৎসকদের ভুয়শী প্রশংসা করেন। এদিন ১২৫ টি পি পি ই কিট তুলে দেওয়া হয় বলে জানিয়েছেন সংসদ প্রতিমা ভৌমিক। এদিন জিবি হাসপাতালের কনফারেন্স রুমে এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জিবি হাসপাতালের এম এস সঞ্জীব দেববর্মা এবং এল আই সি রাজ্যের দায়িত্বে থাকা নবারুণ ঘোষ।