Site icon janatar kalam

মহাশ্মশানে করোনা মৃত ব্যক্তির সৎকার নিয়ে আতঙ্কিত গ্রামবাসী

জনতার কলম,ত্রিপুরা, উদয়পুর প্রতিনিধি :- গোটা রাজ্যে করোণা ভাইরাসের মহামারীতে প্রতিদিন আক্রান্ত হচ্ছে রাজ্যের বহু নাগরিক। সেইসাথে মৃত্যুও পাল্লা দিয়ে বাড়ছে বিভিন্ন জেলায়। রাজ্য সরকার ঘোষণা করেছিলেন বিভিন্ন জেলায় করোণায় আক্রান্ত হলে নিজ জেলাতেই যেন সৎকার করা যায় তার জন্য মহাশ্মশান গড়ে তোলা হবে। কিন্তু এখনো পর্যন্ত গোমতী জেলা প্রশাসন মহাশ্মশান গড়তে পারেনি । তার মাঝেই মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের অধীন মুড়াপাড়া এলাকায় এক ব্যক্তি করোনা ভাইরাসে কবলে পড়ে মৃত্যু হয়েছে। তখন ভাইরাসে আক্রান্ত হওয়া ওই ব্যক্তিকে কাকড়াবন এলাকায় তার মৃতদেহ গভীর রাতে সৎকার করা হয়। এই ঘটনার জেরে উদয়পুর মহকুমার অন্তর্গত কাকড়াবন গ্রাম পঞ্চায়েতে এলাকার গ্রামবাসীরা কাকড়াবন ব্লকের ভিডিও উদ্দেশ্যে সোমবার দুপুরে কাকরাবন গ্রাম পঞ্চায়েতের প্রধানের নিকট এক ডেপুটেশনে মিলিত হয় । ডেপুটেশন প্রদানকালে উপস্থিত ছিলেন কাকড়াবন এলাকার বিভিন্ন বুদ্ধিজীবী সহ গ্রামের বিভিন্ন স্তরের মানুষজন । গ্রামবাসীদের দাবি গত শুক্রবার রাতে যে করোনার রোগীকে সৎকার করা হয়েছিল কাকড়াবন মহাশ্মশানে। তারপর থেকে গ্রামের মানুষ এক প্রকার আতঙ্কের মধ্যে দিয়ে দিন যাপন করছেন। পাশাপাশি পার্শ্ববর্তী এলাকা গুলিতে কৃষি জমিতে কাজ করার জন্য কৃষকরা আসতে চাইছে না বলে অভিযোগ করেন গ্রামবাসীরা। এর ফলে বাজারেও আগের তুলনায় অনেকটাই কমে গিয়েছে লোক সংখ্যা। গ্রামবাসীদের দাবি পরবর্তী সময়ে যেন এই মহাশ্মশানে আর কোন করোণা আক্রান্ত রোগীর সৎকার যেন না করা হয়। এখন দেখার বিষয় কাকড়াবন ব্লকের বিডিও ডেপুটেশন প্রদানের পর কি ব্যবস্থা গ্রহণ করে। সেদিকে তাকিয়ে রয়েছে কাকড়াবন এলাকার গ্রামবাসীরা।

Exit mobile version